২১শে ফেব্রুয়ারী নয় ৮ই ফাল্গুনকে মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি মাসের ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস এর পরিবর্তে বাংলা মাসের ৮ই ফাল্গুনকে মহান শহীদ দিবস হিসাবে স্বীকৃতির চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। রিটের পিটিশন নং-২০৮৬/২০

হাইকোর্টের ব্যারিস্টার মো: মনিরুজ্জামান লিংকন এর ম্যাধমে মো: নস্কর আলী রিটটি করেছেন। নস্কর আলী সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে জয়যাত্রা টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।

রিটের তথ্য জানিয়ে মো: নস্কর আলী বলেন, ১৩৫৮ বাংলা সনের ৮ ই ফাল্গুন বাংলার মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য এ দেশের দামাল ছেলেরা শহীদ হন। যে বাংলা ভাষাকে কেন্দ্র করে আজ আমাদের স্বাধীনতা। পেয়েছি একটি সোনার বাংলা। অথচ আজ সেই বাংলা ভাষাকে শহীদ দিবসের স্বীকৃতি দিতে গিয়ে নেওয়া হয়েছে ইংরেজি তারিখের সাহায্য। এটা কী আমাদদের বাংলার ছেলদের সাথে, শহীদের রক্তের সাথে, বাংলার মানুষের সাথে তামাশা করা হলো না?

তাই ১৩৫৮ বাংলা সনের ৮ই ফাল্গুনকে মহান শহীদ দিবস হিসাবে জাতীয় স্বীকৃতি দিয়ে ২১ ফেব্রুয়ারীর পরিবর্তে ৮-ই ফাল্গুনকে মাতৃভাষা এবং শহীদ দিবস হিসেবে প্রদান করা হোক।

মন্তব্য করুন