

ইউসুফ পিয়াস: আজ ১০ নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবস। ২০০১ সাল থেকে ইউনেস্কো ঘোষিত এই দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালন করে আসছে বিশ্বের বিভিন্ন সংগঠন।
আজকের দিনটি হোক শুধুই বিজ্ঞানের জন্য। আমাদের সবার মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে হবে। বিজ্ঞানচিন্তায় অভ্যস্ত হতে হবে। না হলে আমরা জ্ঞান-বিজ্ঞানে অগ্রসরমাণ এই বিশ্বের সর্বশেষ অর্জনগুলো সম্পর্কে জানতে-বুঝতে পারব না। আমাদের তরুণেরা পিছিয়ে পড়বে। তাই দিবসের মাধ্যমে উদযাপন করে বিজ্ঞানের গুরুত্ব পৌঁছে দিতে হবে এ প্রজন্মের কর্ণকহুরে।
‘শান্তি ও উন্নতির তরে বিজ্ঞান’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরই একটি নির্দিষ্ট থিমের উপর গুরুত্বারোপ করা হয়। এবারের বিশ্ব বিজ্ঞান দিবস সাজানো হয়েছে ‘গুণগতমানের বিজ্ঞান শিক্ষাই হোক সুন্দর ভবিষ্যৎ গড়ার হাতিয়ার’ এ থিমের উপর ।
বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে সাজানো হয়েছে এবারের বিজ্ঞান দিবস। বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)।
এদিকে বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে বিকেলে টিএসিসি মোড় থেকে বিজ্ঞান র্যালীর আয়োজন করে আল বিরুনী বিজ্ঞান ক্লাব।
ওয়াইপি/পাবলিক ভয়েস