নতুন সরকারের সঙ্গে কাজ করতে ‘তৈরি’ জাতিসংঘ

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

পাবলিক ভয়েস : বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। গতকার  রোববার (১৩ জানুয়ারি) ঢাকায় জাতিসংঘ অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংগের ঢাকা অফিসের ফেসবুক বার্তায় বলা হয়, বাংলাদেশের নতুন সরকারসহ অন্য সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ, সুশাসন, আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন প্রচেষ্টায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

ফেসবুক বার্তায় সর্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতি রাখবে বলে প্রত্যাশা করা হয়। একই সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশের সক্রিয় ভূমিকা পালনকে স্বাগত জানানো হয়।

এদিকে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আ.লীগ। আ.লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন। অন্যদিকে বিএনপি পেয়েছে ৬টি আসন।

আ.লীগের নিরঙ্কুশ জয়ের পর তারা একাদশ জাতীয় সংসদের সরকার গঠন করেছে। একই সঙ্গে টানা তিনবার ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন শেখ হাসিনা। অন্যদিকে, বিরোধী দলের রয়েছে সাবেক রাষ্ট্রপাতি হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা)।

মন্তব্য করুন