খুলনায় ২৪ ঘণ্টায়  ৬৭ জন গ্রেফতার

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
ফাইল ফটো :

পাবলিক ভয়েস : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭ মাদক ব্যবসায়ীসহ অর্ধশত গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর ৮ থানা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

আজ সোমবার সকালে কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১১ পিস ইয়াবা, ৭৫ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন