বিজয়ী হলে টেন্ডার হবে, বন্ধ হবে টেন্ডারবাজি: হাতপাখা প্রার্থী

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বলেন, হাতপাখা বিজয়ী হলে দক্ষিণ সিটিতে টেন্ডার হবে কিন্তু টেন্ডারবাজি করতে দেয়া হবে না ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ১৭তম দিনেও বিরামহীন গতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।

সোমবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত পল্টন, মতিঝিল ও নিউমার্কেট থানার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালান হাতপাখা মেয়র প্রার্থী । প্রচারনায় উপস্থিত  ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শ্রমিকনেতা মুফতী মোস্তফা কামাল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, নগরনেতা মাওলানা কামাল হোসাইন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুফতী ছিদ্দিকুর রহমান, নিউমর্কেঠ থানা সভাপতি আলহাজ্ব কামরুল হায়দার চৌধুরী, ছাত্রনেতা ইমরান হোসাইন নূরসহ, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, হাতপাখার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালবাসা, ব্যাপক সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

গণসংযোগ ও পথসভাগুলো এক পর্যায়ে বিশাল গণমিছিলে রূপ নেয়। এ সময় রাস্তার দু’পাশে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে মেয়রপ্রার্থী আব্দুর রহমানকে অভিবাদন জানান।

এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথ সভাগুলোতে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, বসবাস যোগ্য আদর্শ নগর গড়ে তুলে মানুষের মৌলিক চাহিদাপুরণ ও ইনসাফপূর্ণ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য হবে। নাগরিক ও ভোটাধিকার ভুলুন্ঠিত হতে হবে না। হাতপাখা বিজয় হলে সাধারণ ও গণমানুষের বিজয় হবে। রাজধানী ঢাকার অন্যতম সমস্যা মাদক, ক্যাসিনা ও দুর্নীতি। শুধু দুর্নীতি দমন নয়, দুর্নীতি মুলোৎপাটন করার কর্মসূচি গ্রহণ করবো, ইনশাআল্লাহ।

ওয়ােইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন