মুজিববর্ষ উদযাপন করছে বাংলা পরিবার

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে‘মুজিববর্ষ’ উদযাপন করছে বাংলা পরিবার। একই সাথে বাংলা ভাষাভাষীদের আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠনটি তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

এ উপলক্ষ্যে আগামী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টায় রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ’চেতনায় বঙ্গবন্ধু-হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলা পরিবার। এরপর থাকবে দুই বাংলার শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলা পরিবারের প্রতিষ্ঠাতা ও মহাসচিব প্রিন্স কামাল মাহমুদ বিষয়টির পুরো আয়োজন সম্পর্কে জানিয়েছেন।

বাংলা পরিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, সিএসডাব্লিউপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি পিপলস্ ইউনির্ভাসিটি অব বাংলাদেশের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান, বিশিষ্ট অভিনেতা ও পরিচালক, বাংলাদেশ পথ নাটক পরিষদের সেক্রেটারি জেনারেল আহমেদ গিয়াস, ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট আবৃত্তিশিল্পী বর্ণালী সরকার, ভারতে সব্যসাচী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও অভিনেতা, বাংলা পরিবার, কলকাতার সাধারণ সম্পাদক, শ্রুতিঘর কলকাতার সাধারণ সম্পাদক সেলিম দুরানি বিশ্বাস, ভারতের তরুণ কবি ও আবৃত্তিশিল্পী, শব্দশহরের সম্পাদক আবেদিন হক আদি।

বাংলা পরিবারের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আবৃত্তি করবেন ৪ জন। এরা হলেন: আশরাফুল আলম, মীর বরকত, রূপা চক্রবর্তী এবং ড. সবুজ শামীম আহসান।

এছাড়াও থাকবেন অধ্যাপিকা জেসমিন বন্যা (বাংলাদেশ), আহসান উল্লাহ তমাল (বাংলাদেশ), মাসুম আজিজুল বাশার (বাংলাদেশ), আফরিনা পারভীন (বাংলাদেশ), পূরবী রায় (ভারত), শ্যামলী দাস (ভারত), মহিউদ্দিন মন্ডল (ভারত), মানস দাস (ভারত), সুমনা দত্ত দাস (ভারত), আরিফুল আলম (ভারত), সাগরময় চক্রবর্তী (ভারত) এবং মৌ পাঠক সিংহ (ভারত)।

বাংলা পরিবারের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ছাড়াও থাকবে গান। পরিবেশন করবেন সংঘমিত্রা সাহা (ভারত), জয়ন্তী রায় (ভারত), রামকৃষ্ণ মন্ডল (ভারত), কামরুন্নাহার মায়া (বাংলাদেশ) এবং শ্যামল কুমার পাল (বাংলাদেশ)।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন: রাফিয়া সুলতানা (বাংলাদেশ), রাজিয়া সুলতানা (বাংলাদেশ), দীপিকা ঘোষ (ভারত)। আবহশিল্পী হিসেবে থাকবেন: শুভ্র সেনগুপ্ত এবং সুতোষ ঘোষ (ভারত)।

সঞ্চালনায় থাকবেন বাংলা পরিবারের প্রতিষ্ঠাতা ও মহাসচিব প্রিন্স কামাল মাহমুদ খান এবং সিনিয়র সাংবাদিক, টকশো উপস্থাপক ও বাংলা পরিবারের সাংগঠনিক সম্পাদক শিপন হালদার।

বাংলা পরিবারের পুরো অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্টে থাকছে রাউন্ড দ্য ক্লক লিমিটেড, পিআর পার্টনার স্পাইডার কমিউনিকেশন্স। অনলাইন নিউজ পার্টনার: নিউজনাউ টোয়েন্টি ফোর ডট কম ও ডিজিটাল খবর

মন্তব্য করুন