বিশ্বব্যাপী মুক্তবাণিজ্যের ঘোষণা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

পাবলিক ভয়েস : বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্যের ঘোষণা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো। ব্রাজিল আদর্শিক পক্ষপাতিত্যের উর্ধ্বে উঠে সকল দেশের সঙ্গেই দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি করতে চায় বলে তিনি গত শনিবার জানিয়েছেন। রয়টার্স

এ মাসের ২২ থেকে ২৫ তারিখে সুইজারল্যান্ডের ডাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্ব অর্থনীতির এই বৈঠকের আগমূহুর্তে ব্রাজিলের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটির সম্ভাব্য বাণিজ্য নীতি নিয়ে মন্তব্য করেন।

ব্রাজিল বিশ্বে সর্বাপেক্ষা রক্ষণশীল অর্থনীতির দেশ। গত বছর ডানপন্থী থিংক ট্যাংক ওয়ার্ল্ড হ্যারিটেজ ফাউন্ডেশন বাণিজ্যিক স্বাধীনতার দিক থেকে বিশ্বের অর্থনীতির একটি তালিকা প্রকাশ করে। ব্রাজিলকে ঐ তালিকায় ১৫৩ নম্বরে রাখা হয়েছিলো। মোট ১৮০ টি দেশের সমন্বয়ে তালিকাটি প্রস্তুত করা হয়েছিলো।

মন্তব্য করুন