
ডেস্ক রিপোর্ট: খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ব্যাপারে সমালোচনার জবাবে ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমি ইসলাম বা নবী স. এর এর বিরুদ্ধে নই। আমাদের মূভির বিষয়ে অফিসিয়াল বিবৃতির অপেক্ষা করুন।
ইংরেজিতে দেয়া সেই ফেসবুক পোস্টে তিনি বলেন,
‘আমি চেয়েছিলাম চুপ করে থাকবো, যাই হোক পেছনে আমার নদী হয়ে যাক কোন কথা বলবো না! কিন্তু অপপ্রচারটা অনেকটা আলেয়ার মত আলোকে ঢেকে দিচ্ছে। তাই বলতে হচ্ছে, অনলাইনে অপপ্রচারের আগে আমাদের অফিসিয়াল বিবৃতি দেখুন’ “আমি ইসলাম বা মুসলমানের বিরোধী নই” আমি একজন চলচ্চিত্রকারক।

ফারুকীর দেয়া ফেসবুক পোস্ট
প্রসঙ্গত: মোস্তফা সরওয়ার ফারুকীর আপকামিং ‘স্যাটারডে আফটারনূন’ (শনিবার বিকেলে) মূভির দুটি ছবি নিয়ে ফেসবুকে গতকাল থেকে অপপ্রচার চলছে। যে ছবি হলি আর্টিসেন নিয়ে করা হয়েছে দাবি করে সেখানে ‘ইসলামফোবিয়া’ প্রকাশের অভিযোগ করেছে অনেকে। সে বিষয়ে ফেসবুক পোস্টে পরিস্কার করলেন ফারুকী।
আরও পড়ুন : ফারুকীর ছবিতে ইসলামফোবিয়ার অভিযোগ; ফেসবুকে তোলপাড়