আল্লামা শফীকুল ইসলামের দোয়া নিয়ে আলহাজ্ব আবদুর রহমানের গণসংযোগ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

আজ সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আবদুর রহমান দেশের বরেণ্য আলেম, জামিয়াতু ইবরাহিম সাইনবোর্ড মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা মুফতী শফীকুল ইসলাম সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচনে বিজয়ের জন্য দোয়া কামনা করেন।

এসময় আল্লামা শফীকুল ইসলাম বলেন, ইসলাম ও মানবতার পক্ষে রাজনৈতিক ময়দানে কাজ করে আপনারা আমাদের জিম্মাদারি আদায় করছেন, এটা প্রশংসার দাবিদার। তিনি তাকে ফলাফলের হিসাব না করে সৎ ও ন্যায়ের পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবিচল থাকার পরামর্শ দেন এবং সফলতা কামনা করে দোয়া মুনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব নূরে আলম নকীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মুফতী শেখ মুহাম্মাদ নুরুন্নবী, আলহাজ্ব এমদাদুল ফেরদৌস, সিরাজুল ইসলাম আকন, যুবনেতা মুফতী মানসুর আহমদ সাকী, শফিকুল ইসলাম, মুফতী এইচ এম আবু বকর সিদ্দীক, ছাত্রনেতা মাহদী হাসান, ইমরান হোসাইন নূর প্রমূখ।

এরপর নগরীর যাত্রাবাড়ী ও ডেমরা থানা প্রদক্ষিণ করে বিভিন্ন স্পটে পথসভা কর্মসূচি বাস্তবায়নে বিরাট মিছিল নিয়ে বের হন।

এমএম/

মন্তব্য করুন