
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ (রোববার) সারাদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। লিকেজ সমস্যা নিরসনে পাইপলাইন সংস্কার কাজের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জানা যায়, পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, লিকেজ সমস্যা নিরসনের কারণে রোববার সকাল ৯টা থেকে প্রায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বড় একটি অংশের কয়েক লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে।
সাধারণ মানুষের এ সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৬টার পর আবার সচল হবে লাইনগুলো।
এদিকে নগরবাসীর অভিযোগ, অতীতে পাইপলাইন মেরামতকাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস থাকবে না বলে বিজ্ঞপ্তি দেয়া হলেও সময়মতো গ্যাস আসেনি। এ কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে।
/এসএস
