১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখিয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা নেন। গণমধ্যমকে এই তথ্য জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

অধ্যাপক মোস্তফা  বলেন, এটি ছিল প্রধানমন্ত্রীর রেগুলার চেকআপ। অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, কাজী দীন মোহাম্মদ নুরুল হক এবং আমি তার চক্ষু পরীক্ষা করি।’

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ‍নুরুল হক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন