
হত্যার উদ্দেশ্যে টঙ্গী হতে আশরাফুল নামের আট বছর বয়সী শিশুকে অপহরণে জড়িত চক্রের মূলহোতা রানা মিয়াকে (৩০) রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১০ জানুয়ারি) র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ভাটারা থানাধীন নদ্দা বাসস্ট্যান্ড সংলগ্ন হারেজ গলি থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১ অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, গত ৭ জানুয়ারি দুপুর ২টার দিকে গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ২৫ নং ব্লকের বাড়ি নং-১৭৭ হতে ওই শিশুকে অপহরণ করে রানা মিয়া (৩০) ও তার অজ্ঞাতনামা সহযোগীরা।
পারিবারিক বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শিশুটিকে। পরবর্তীতে অপহরণকারীরা মোবাইলফোনের মাধ্যমে পরিবারের নিকট মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে অন্যথায় ভিকটিমকে মেরে ফেলবে বলে জানায়। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে শুক্রবার গাজীপুর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন, মামলা নং-১৬। পাশাপাশি র্যাব-১ কে অবগত করা হয়। অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১ এর একটি দল দ্রুত ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
রাজধানীর মহাখালী রেল লাইন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় অপহৃত শিশুটিকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
ওয়াইপি/
