

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে জনবান্ধব সিটি হিসেবে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।
ঢাকায় বসবাসকারী জনগণ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষিতা হয়ার ঘটনাটি তারই বহিঃপ্রকাশ। আমরা চাই ঢাকাকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে। আজ ০৭ জানুয়ারি’২০ ইং মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর ভাটারা সাঈদনগর মিলনায়তনে ইসলমী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর নির্বাচন পরিচালনা কমিটির এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
নগর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর নেতৃবৃন্দ ও প্রবীন নাগরিকবৃন্দ।
এমএম/