
আজ সোমবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রদান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেন, এই ফ্যাসিবাদী সরকারের আমলে ফেয়ার নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে না গিয়ে আমাদের ব্যাপক গণসংযোগ করতে হবে। প্রত্যেক ভোটারের দোরগোড়ায় হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে হবে। যেসকল ওয়ার্ডে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী আছে তাদের পক্ষে ব্যাপক প্রচারণা চালাতে হবে।তিনি নির্বাচনকালীন অপপ্রচারে কান না দিয়ে সবাইকে দাওয়াতের জিম্মাদারি শতভাগ পালন করার নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন, এই নির্বাচন ইসলামী বিপ্লবের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুবর্ণ সুযোগ, সুতরাং নির্বাচনের এই মওসুমকে কাজে লাগাতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী জননেতা আলহাজ আবদুর রহমান। তিনি বলেন, অদ্যাবধি যারাই ঢাকা সিটির মেয়রের দায়িত্ব পালন করেছেন গণমানুষের দুর্ভোগ নিয়ে কেউ ভাবেনি। সরকারি টাকায় নিজেদের ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি করার ধান্দায় ব্যস্ত ছিলেন। ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, বিদ্যুৎসহ পরিকল্পিত নগরায়ন করার প্ল্যান নিয়ে কেউ কাজ করেননি। আমরা নির্বাচিত হলে পরিকল্পিত স্মার্ট ঢাকা সিটি গড়ে তোলবো ইনশাআল্লাহ।
পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোঃ তাইফুর রহমান ২২ নং ওয়ার্ড, মোঃ আবদুর রশীদ ১৪ নং ওয়ার্ড, মোঃ আবদুল করীম ৪৭ নং ওয়ার্ড, আলহাজ মনোয়ার হোসেন মনা ৫২ নং ওয়ার্ড, মোঃ মাছুম আহমদ ৫৯ নং ওয়ার্ড, মোঃ মাহবুব হোসেন মামুন ৬০ নং ওয়ার্ড, মোঃ নুর এ আলম নকীব ৬৫ নং ওয়ার্ড, মোঃ মিজানুর রহমান ৬৪ নং ওয়ার্ড, মোঃ ওয়াদুদ মিয়া ৬৬ নং ওয়ার্ড, মোঃ জাহাঙ্গীর খান ৭০ নং ওয়ার্ড, ডাঃ নুর মোহাম্মদ শাহ মুন্না ৬২ নং ওয়ার্ড, সৈয়দ সিদ্দিকুর রহমান ৪৮ নং ওয়ার্ড, মোঃ উজ্জ্বল ৪৬ নং ওয়ার্ড, মোঃ জসিম উদদীন ৫৫ নং ওয়ার্ড, মোঃ আমিনুল ৫৭ নং ওয়ার্ড, আলমগীর হোসেন ৫৮ নং ওয়ার্ড, মোঃ জজ মিয়া০৭ নং ওয়ার্ড, মোঃ ফজলুল হক ৩৬ নং ওয়ার্ড, কবির হোসেন ০২ নং ওয়ার্ড।
এছাড়াও বক্তব্য রাখেন , ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা নেসার উদ্দীন, মুফতী মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম, আলহাজ আলতাফ হোসেন, ছাত্রনেতা আবদুল জলিল প্রমূখ।।
ওয়াইপি/

