মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরবের সঙ্গে থাকবে পাকিস্তান

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
ছবি: ডেইলি পাকিস্তান

ইসমাঈল আযহার
সহ-সম্পাদক

পাকিস্তানের ধর্ম বিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা পরিস্থিতিতে পাকিস্তান সৌদি আরবের পক্ষ অবলম্বন করবে। কারণ হিসেবে তিনি বলেন, সৌদি আরব প্রতিটি কঠিন সময়ে পাকিস্তানের  পাশে ছিল।

কাশ্মীরের জনগণকে ত্রাণ বিতরণ ‘আন্তর্জাতিক ইসলামিক ত্রাণ সংস্থা’ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোববার তিনি এসব কথা বলেন। ডেইলি পাকিস্তান আজ এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

নুরুল হক কাদরী বলেন, সৌদি আরব আমাদের বন্ধু এবং তারা সর্বদা পাকিস্তানকে গুরুত্ব দিয়েছে। আমরা সৌদি আরবের সাথে আমাদের বন্ধুত্ব নিয়ে গর্বিত, সৌদি আরব সবসময় আমাদের সমর্থন করেছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াফ আল-মালিকি।

পীর নুরুল হক কাদরী তার বক্তব্যে বলেন, ওআইসি প্রয়োজনের সময়েও পাকিস্তানকে সহায়তা করেছে। অনুষ্ঠানের সময় ধর্ম বিষয়ক মন্ত্রী ইরানি জেনারেল হত্যাকাণ্ড বা ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা সম্পর্কে কোনও মন্তব্য করেননি।

ডেইলি পাকিস্তান অনলাইন থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

আই.এ/

মন্তব্য করুন