

লৌহকপাটে বন্দী
মাহদী হাসান রিয়াদ
সত্যের পক্ষে চলবে কলম
করবনা কভু সন্ধি
থাকবেনা দুঃখ যদিও করে
লৌহকপাটে বন্দী।
আমি নির্ভীক লিখে যাবো
সত্যের জয়গান
আমি দুমড়ে-মুচড়ে
দেবো উৎপীড়কের প্ল্যান।
মোরাই পারবো মুছে দিতে
সকল অমানিশা
দেখো তুমি, পাবেনা তাঁরা
পালানোর দিশা।
মোরা বীর, মোরা উন্নত শির
মোরা নির্ভীক চলি
মোরা বজ্র কণ্ঠে স্লোগান
তুলি দীপ্ত কণ্ঠে কথা বলি।