রাজধানীতে হুজির ৬ সদস্য আটক

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
প্রতীকী ছবি

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রাজধানী ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজির ৬ সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্য রাতে বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ক্লোরোফর্ম, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে আজ বেলা ১১টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মাসুদুর রহমান।

আই.এ/

 

মন্তব্য করুন