আল-মাদানী ফাউন্ডেশনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু আগামীকাল

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৩ দিন ব্যাপী ৯ম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন মুগদা স্টেডিয়াম ট্রাক স্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয়ে রোববার রাতে আখেরী মুনাজাতে শেষ হবে ৩ দিন ব্যাপী এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

ইতিমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্ততি ও প্রচারনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ও সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির।

সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন সাহেবের সভাপতিত্বে সৌদী আরব, কাতার, লন্ডন, ভারতসহ দেশের শীর্ষ আলেম ও দেশবরেণ্য উলামায়ে কিরাম তাশরীফ আনবেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মীর আলী নোয়াজ ও সদস্য সচিব মুহাম্মদ রাকিবুল ইসলাম সকলকে সম্মেলন সফল করার আহবান জানান।

আই.এ/

মন্তব্য করুন