খুলনায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে সৈনিক নিহত

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে শফিকুল ইসলাম নামের এক সৈনিক নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালি সেতুর পাশে এ দুর্ঘটন্ ঘটে।

ডুমুরিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ বলেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়া উপলক্ষ্যে বরিশাল থেকে সাতক্ষীরায় ট্রাক যোগে একটি দল যাচ্ছিল। ডুমুরিয়ার বালিয়াখালি সেতুতে উঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি মৎস ঘেরে পড়ে যায়।

ওসি জানান, ওই গাড়ীতে ২৭ জন সেনা সদস্য ছিল। যার মধ্যে একজন সৈনিক নিহত হয়েছেন এবং ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার অভিযান চলছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। উদ্ধার অভিযান সেনাবহিনী নিয়ন্ত্রন করছে।

/এসএস

মন্তব্য করুন