ভারতকে সমুচিত জবাব দেওয়া হয়েছে: পাকিস্তান

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
মেজর জেনারেল আসিফ গফুর

আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত ও বেশ কিছু পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ খবরের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানি আন্তর্জাতিক গণমাধ্যম এখবর দিয়েছে।

পাক সামরিক বাহিনীর আইএসপিআরের প্রধান শনিবার গভীর রাতে তার বাহিনীর পাল্টা হামলা নিয়ে এক টুইটার পোস্টে জেনারেল আসিফ গফুর বলেছেন, “নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর সিএফভি অবিরাম যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

‘এর সমুচিত জবাব দেয়া হয়েছে। দেউয়া সেক্টরে সিএফভির জবাবে চালানো অভিযানে ভারতীয় পোস্টের বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিপুল সংখ্যক ভারতীয় সেনা হতাহত হয়েছেন।’ তিনি বলেন।

ওই টুইটে জেনারেল আসিফ গফুর আরো দাবি করেন, কিরণ অথবা নীলাম উপত্যকায় কোনো বড় ধরনের গুলি বিনিময় হয় নি বলে ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে যা নিতান্তই অপপ্রচার।

আই.এ/

মন্তব্য করুন