‘আমার মা হিন্দু বাবা খ্রিস্টান পালক বাবা মুসলিম, আমি কি নাগরিক নই?’

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

নিজের কোনো ধর্মী পরিচয় নেই উল্লেখ্য করে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন ‍তুলেছেন ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা। দিয়া বলেন, ধর্ম কখনো নাগরিক পরিচয় নির্ধারণ করেনি, আশা করি কখনো করবেও না।

নাগরিকত্ব বিল নিয়ে উত্তাল ভারতে রাজকুমার রাও, অনুভব সিনহা, আয়ুষ্মান খুরানা, মহেশ ভাট, টুইঙ্কেল খান্নাসহ ভারতীয় জনপ্রিয় অনেক তারকারাই তাদের বক্তব্য তুলে ধরেছেন। সেই তালিকায় সর্বশেষ যোগ দিলেন দিয়া মির্জা।

অভিনেত্রী দিয়া মির্জা টুইটারে লিখেছেন, আমার মা একজন হিন্দু, বাবা খ্রিস্টান, আমার পালক পিতা একজন মুসলিম। সমস্ত অফিসিয়াল ডকুমেন্টে আমার ধর্মের স্ট্যাটাস ফাঁকা থাকে। ধর্ম কি নির্ধারণ করে আমি একজন ভারতীয়? এটি কখনও করেনি এবং আমি আশা করি এটি কখনও হয় না।

অপর এক টুইটে দিয়া আন্দোলনকারীদের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, আগস্ট ক্রান্তি ময়দানে হাজার হাজার মানুষ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

প্রসঙ্গ, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন করেছে ভারত। মুসলিমদের বাদ দিয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ সুবিধা এবং মুসলিমদের অতিরিক্ত জরিমানার বিধান করায় সর্ব মহেলেই মুসলিম বিরোধী আইন হিসেবে জোরালো প্রতিবাদ উঠছে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে।

উল্লেখ্য, দিয়া মির্জা একজন ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, জাতিসংঘের পরিবেশ বিষয়ক শুভেচ্ছাদূত, জাতিসংঘের মহাসচিবদের এসডিজিদের পক্ষে অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন। এছাড়াও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, সেভ দ্য চিলড্রেন, স্বাধীন ভারত মিশনের হয়ে সামাজিক কর্মী হিসেবে কাজ করছেন।

/এসএস

মন্তব্য করুন