এক বর্ণও ইংরেজি বলতে পারে না মোদি : মমতা

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

পাবলিক ভয়েস : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইংরেজি ভাষার পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মমতার দাবি, মোদি এক বর্ণও ইংরেজি বলতে পারে না।

গত বৃহস্পতিবার এক প্রশাসনিক সভায় অংশ নিতে নদিয়ায় যান মুখ্যমন্ত্রী মমতা। সেখানে মমতা বলেন, মোদি অনেক সভায় এত ভাষণ দেন। কিন্তু তিনি এক এক বর্ণও ইংরেজি বলতে পারেননা।

নদিয়ার সভায় নরেন্দ্র মোদির স্বাস্থ্য প্রকল্পেরও সমালোচনা করেন মমতা। ওই প্রকল্পের আওতায় ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়ার কথা। এতে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। এই প্রকল্পে ৬০% টাকা দেওয়ার কথা কেন্দ্রের আর ৪০% রাজ্যের। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর কোনও টাকা দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তিনি দাবি করেছেন, রাজ্যের নানা প্রকল্পের নামে মোদি সরকার কার্যত চুরি করছে।

এছাড়া ওই সভায় নরেন্দ্র মোদির স্বাস্থ্য প্রকল্পেরও কড়া সমালোচনা করেন মমতা। মমতার দাবি বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করছে মোদি সরকার।

মন্তব্য করুন