স্বাধীনতাকে অর্থবহ করতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে: যুব আন্দোলন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশব্যাপী থানায় থানায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর সেনানীদের মাগফিরাত কামনা করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইসলামী যুব আন্দোলন।

কর্মসূচির মধ্যে ছিলো কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল, রেলিসহ বিভিন্ন প্রোগ্রাম। রাজধানীর খিলগাও থানা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নেসার উদ্দীন বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার ৪৮ বছর পার হলেও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্বাধীনতা এখনো অর্জন হয়নি । তাই মহান বিজয় দিবসের এই দিনে যুব সমাজকে দেশের মানুষের স্থায়ী শান্তির জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে।

 মাওলানা নেসার উদ্দীন বলেন, যাদের সীমাহীন আত্বত্যাগের বিনিময়ে আমরা লালসবুজের এই পতাকা পেয়েছি তাদের আত্মত্যাগের কথা স্বরণ করে তাদের উত্তম প্রতিদানের জন্য মহান রবের নিকট প্রার্থনা করছি। পরে আলোচনা সভা শেষে দোয়া মুনাজতের মাধ্যমে অনুষ্ঠান সূচি সমাপ্ত হয়।

/এসএস

মন্তব্য করুন