
ডেস্ক রিপোর্ট: স্কুল-কলেজে শিক্ষার সুস্থ পরিবেশ না থাকায় ‘মেয়েদের নিরাপত্তা বিবেচনায়’ তাদের কম পড়াশোনা করাতে বললেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী।
শুক্রবার (১১ জানুয়ারি) হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান (বিশেষ সম্মাননা) অনুষ্ঠানে হাজারো জনতার সামনে তিনি এ কথা বলেন।

হাটহাজারী মাদরাসা মাহফিলে উপস্থিত জনতার একাংশ
তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, তারা যেন তাদের মেয়েদের ক্লাশ ফোর ফাইভ পর্যন্ত পড়ায়, এর বেশি না পড়ায়। কারন বর্তমানে স্কুল কলে্জে বর্তমানে মেয়েদের উপর নির্যাতন হয়। পুরুষরা তাদের উঠিয়ে নিয়ে যায়। তাদের উপর অত্যাচার চালায়। শিক্ষার, নিরাপত্তার সুন্দর পরিবেশ না থাকায় তিনি মেয়েদের অক্ষর জ্ঞানসম্পন্ন হওয়ার পর আর না পড়ানোর কথা বলেন। তবে মেয়েদের নিরাপত্তা ও পর্দা ঠিক রেখে পড়াশোনা করার বিপক্ষে নন তিনি এমন কথা তিনি আগেও বলেছেন।
উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে কোরআন হাদীসের বয়ান করেন এবং বলেন, মহানবীর (সা.) আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। যাঁরা মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করবেন তাঁরা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবেন। পরকালে তাঁরাই হবেন সফল ব্যক্তি।
হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলেছে। সেখানে দেশের বরেণ্য আলেমরাসহ অনেকেই বক্তব্য দিয়েছেন। বক্তাদের মধ্যে ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শেখ আহমদ, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ফোরকান আহমদ, প্রমুখ।
প্রসঙ্গত: আল্লামা শফীর এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সংবাদ মাধ্যমগুলোতে তুলকালাম কান্ড চলছে। খন্ডিত বক্তব্য নিয়ে সবাই নেগেটিভ প্রচারণা করছে। অথচ আল্লামা শফী সাহেব নারী শিক্ষা বিষয়ে এর আগেও ওনার অবস্থান পরিস্কার করেছেন। তাই হেফাজত আমীরের এই বক্তব্য নিয়ে এ ধরনের নেগেটিভ প্রচারণা সঠিক নয় বলেই মতামত দিয়েছেন অনেকে।