
আজ শনিবার (৭ডিসেম্বর) বাদ ফজর দাওয়াতুল হক বাংলাদেশের ২৫ তম মারকাজি ইজতেমা শুরু হয়েছে। যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও দাওয়াতুল হকের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের বয়ানের মাধ্যমে এ মারকাজি ইজতেমা শুরু হয়।
প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী সুন্নতের এ অনন্য মাহফিল। সর্বশেষ আজ রাতে মুনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।
এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অংশ নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের দেশবরেণ্য হারদুয়ী হজরতের খুলাফাগণ ইজতেমায় একত্রিত হয়েছেন।
উল্লেখ্য, ইজেতমায় আগত মেহমানদের জন্য উন্মুক্ত মেহমানদারির ব্যবস্থা রয়েছে মাদরাসা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়।
আই.এ/
