
সাম্প্রতিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি অতীতের যেকোন রেকর্ড ভঙ্গ করেছে। একটি স্বাধীন রাষ্ট্রে পরিকল্পিতভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এতদিন বাড়িয়ে রাখার ইতিহাস নজিরবিহীন। মানুষের মৌলিক অধিকার ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সড়কে অব্যাহত প্রাণহানি ও বিচারবহির্ভত নৃশংস হত্যাকান্ড থেকে মুক্তি পেতে হলে মানবরচিত ধোঁকাবাজি ও ধাপ্পাবাজির তন্ত্র-মন্ত্র থেকে সরে এসে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।
বুধবার (০৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, রাষ্ট্রক্ষমতায় থাকা রাজনৈতিক দলের ক্যাডাররা শিক্ষাঙ্গণে শিক্ষার পরিবেশ ব্যাহত করছে। পক্ষান্তরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের নৈতিকতার উন্নয়ন ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে আগামীদিনে দুর্নীতিমুক্ত আদর্শ বাংলাদেশের নেতৃত্ব তৈরী করছে।
ক্ষমতাসীন ছাত্র সংগঠন এর সকল অপরাধের সুষ্ঠু তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে বিচার বিভাগীয় ও নাগরিক কমিটি গঠন করতে হবে এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতসহ ভিনদেশী প্রভাব রোধ করতে সকল রাজনৈতিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্র সমাজকে নৈতিকতার পথে পরিচালনার জন্য কাজ করে। সুতরাং প্রত্যেক অভিবাবকের উচিৎ তাদের সন্তানকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দেয়া।
কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। তিনি বলেন, ইসলাম কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করেনা; বরং সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলামের বিধান অত্যান্ত কঠোর।
শায়েখে চরমোনাই হুশিয়ারী বাক্য উচ্চারণ করে বলেন, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যাচার করার আগে ভেবে কথা বলবেন। অন্যথায় এর পরিণাম কখনোই ভাল হবেনা।
কেন্দ্রীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন- আমরা জানি পরাধীন আমলে আমাদের যোগ্যতা তৈরি হতো, কিন্তু ঔপনিবেশিক শাসকরা আমাদের তরুণ শিক্ষিতদের চাকরি বঞ্চিত করতো। আর এখন স্বাধীন বাংলাদেশের শাসকগোষ্ঠী এমন শিক্ষাব্যবস্থা তৈরি করে রেখেছে, যেখানে চাকরির যোগ্যতাই তৈরি হচ্ছে না।
তিনি বলেন, বিআইডিএস-এর সাপ্রতিক গবেষণা বলছে, বাংলাদেশে ৩৭% স্নাতক ডিগ্রিধারী এবং ৩৪% স্নাতকোত্তর চাকরি পায় না। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে পুরনো ব্রিটিশ প্রভাব থেকে মুক্ত করে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে সামনে রেখে কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।
সম্মেলনের প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই তার বক্তব্য শেষে ২০১৯ইং সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২০ইং শেসনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঘোষিত কেন্দ্রীয় কমিটি হলো- সভাপতি এম. হাছিবুল ইসলাম সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ-এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা নেয়ামতুলাহ্ আল-ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইউম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ন‚রুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিল প্রমুখ।
আই.এ/

