

আমেরিকার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ প্রকল্পের প্রতি ট্রাম্প প্রশাসন অকুণ্ঠভাবে সমর্থন দেয়ার পর মাহমুদ আব্বাস একথা ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এর আগে ফিলিস্তিনের জনগণ ইহুদিবাদী ইসরাইলের ভূমি গ্রাস করার নীতির প্রতি আমেরিকার সমর্থন দেয়ার বিরুদ্ধে বিক্ষোভ দিবস পালন করেন। গত সপ্তাহে মার্কিন প্রশাসন চার দশক ধরে অনুসৃত ফিলিস্তিনি নীতি থেকে সরে আসার ঘোষণা দেয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, তারা ইসরাইলি বসতি স্থাপনের নীতির প্রতি সমর্থন দিচ্ছেন। তিনি এও বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল যে সমস্ত বসতি নির্মাণ করছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়ার গণমাধ্যমকে বলেন, আমেরিকার ঘোষণা এবং নীতির প্রতি বিশ্বের প্রায় প্রতিটি দেশ নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনের জনগণ এর জবাব না দিয়ে ছাড়বে না।
মাহমুদ আব্বাস স্পষ্ট করে বলেন, আমেরিকা দীর্ঘদিন থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি শত্রুতামূলক নীতি অনুসরণ করে আসছে। এর উদাহরণ হিসেবে ফিলিস্তিনি জনগণের জন্য মার্কিন তহবিল বাতিল করা এবং আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার বিষয়টিকে তিনি তুলে ধরেন। পার্সটুডে।
আই.এ/