ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক স্থাপনায় ইসরাইলের হামলা

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অবস্থিত ওই স্থাপনায় এ হামলা চালানো হয়। তবে এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইসরাইলের দাবি, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের জবাবে তারা এ হামলা চালিয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে ইসরাইলি বাহিনীর মুখপাত্র আভিছাই আদ্রায়ি অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দুইটি রকেট নিক্ষেপ করা হয়।

ইসরাইলি বাহিনীর হামলায় আক্রান্ত স্থাপনাটি হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড ব্যবহার করতো বলে জানা গেছে।

আই.এ/

মন্তব্য করুন