

ইমরান খান সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে মন্তব্য করেছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, আমরা পাকিস্তানের গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য বেরিয়ে এসেছি, সরকারের শিকড় কেটে ফেলা হয়েছে দিন গুণতে থাকুন, অচিরেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো। ডেইলি জং এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
পাকিস্তানের সিন্ধু হাইওয়ের বান্নু চৌকোয় যাত্রাবিরতির সময় মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্বোধন করে বলেন, আমাদেরকে গালি দেয়া ছাড়া আপনার কিছুই করার নেই, খুব তাড়াতাড়ি পদত্যাগ করুন।
আমরা আপনার মুখোমুখি হবো। আপনার দলের লোকেরা জবাবদিহি করার দাবি করছে, আপনি জবাবদিহি করবেন না আমরা জানি। জাতিকে আবারও নির্বাচনে যেতে হবে, দেশের মানুষ তাদের ভোট চুরি করে সরকার চলতে দিতে পারে না।
এ সময় এমএনএ জাহিদ আকরাম খান দুরানী এবং প্রাক্তন তহসিল নাজিম ইঞ্জিনিয়ার মালিক ইহসান খান উপস্থিত ছিলেন।
আই.এ/পাবলিক ভয়েস