

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। গ্রেফতার ও গৃহবন্দি করা হয় কাশ্মীরের বহু নেতাকে। সেখানে মোতায়েন করা হয় লাখ লাখ সেনা। চালানো হয় দমন-পীড়ন। অচল হয়ে পড়ে পুরো কাশ্মীর। যে অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে।
এবার নতুন করে ধরপাকড় শুরু করে উগ্রহিন্দুত্ববাদী বিজেপি সরকার। জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর ভারতীয় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের অভিযোগ এনে ৭৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভারত সরকার দেশটির লোকসভায় এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এখবর দিয়েছে খবর ইকোনোমিক টাইমস।
এই প্রথমবারের মতো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মীরে গ্রেফতারকৃতদের একটি সংখ্যা পার্লামেন্টে তুলে ধরলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোকসভায় জানায়, গ্রেফতারকৃতদের বেশিরভাগ পাথর নিক্ষেপকারী। জম্মু-কাশ্মীরে পাথর নিক্ষেপের প্রবণতা বন্ধ করে সরকার বহুমুখী নীতি গ্রহণ করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি. কিশান রেড্ডি জানান, ৫ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাথর নিক্ষেপ বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ৭৬৫ জনকে গ্রেফতার এবং ১৯০টি মামলা দায়ের করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত এমন মামলার সংখ্যা ছিল ৩৬১।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস