

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে কুরআন অবমাননার ও প্রধানমন্ত্রীর মানহানির মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত সেফাতউল্লাহ (সেফুদার) স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি ক্রোকের আদেশ জারি করেছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন এ আদেশ জারি করেন।
সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর আসামি সেফাতউল্লাহ’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল, যার প্রতিবেদন আজ দাখিল করা হয়। সেখানে আসামি গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন মর্মে উল্লেখ ছিল। তাই ট্রাইব্যুনাল তার সম্পত্তি ক্রোক পরোয়ানা জারি করেছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
/এসএস