আমি ধর্ষিত বাংলাদেশ বলছি; মাহদী হাসানের কবিতা

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

কবিতা:

আমি ধর্ষিত বাংলাদেশ বলছি
মাহদী হাসান রিয়াদ

প্রশ্ন ছিলো মোর!কে গো তুমি
ধরেছো দুঃখিনীর বেশ
প্রতিউত্তরে বলে ছিলো যে সে
আমি নিহত বাংলাদেশ।

আমি তনু বলছি
বলছি গো আমি ফেলানী!
চার সন্তানে মা
বলছি আমি ধর্ষিতা জননী

আমি সাংবাদিক সাগর বলছি
বলছি আমি রুনি
আমি ফিলখানার মৃত সৈনিক
আমি বীর সেনানী।

নোয়াখালীর হাফেজা বলছি
বলছি সেই ধর্ষিতা
ছিলাম যে আমি আদর্শ নারী
নয়রে আমি পতিতা।

আমি তৃতীয় শ্রেণীর ছাত্রী
বলছি আমি তোমার ছোট্ট বোন
আমিও যে হয়েছি ধর্ষিতা
তবুও পাইনি রেহাই, হয়েছি খুন।

মন্তব্য করুন