জামিনে মুক্তি পেলেন নওয়াজ কন্যা মরিয়ম

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

জামিনে মুুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পিএমএন নেতা মরিয়ম নওয়াজ। বুধবার (৬ অক্টোবর) কারা কর্তৃপক্ষ তার জামিনের নির্দেশ ইস্যু করেন।

পরে সার্ভিসেস হাসপাতালে সইয়ের জন্য সেটি পাঠানো হয়েছে। এর আগে সোমবার চৌধুরী সুগার মিল মামলায় লাহোর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন।

মরিয়ম নওয়াজের জামিন আবেদনের বিরোধিতা করেছিলেন দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরোর কৌঁসুলিরা। সংকটাপন্ন অবস্থায় বাবা নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি এই জামিন আবেদন করেন।

এর আগে, ৬৯ বছর বয়সী নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে ৭ বছরের কারাদণ্ড ভোগ করার পর চলতি বছরের ২৬ অক্টোবর জামিনে মুক্তি পান।

আই.এ/

মন্তব্য করুন