
পাবলিক ভয়েস : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাস্টমসের ভুয়া কমিশনার ও তার ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারীসহ (পিএস) তিনজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল বুধবার (০৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।
তিনি জানান, আটকদের মধ্যে একজন নিজেকে কাস্টমস কমিশনার পরিচয় দিতেন এবং বাকি দুইজন তার পিএস পরিচয় দিতেন। তারা ঢাকা কাস্টমস হাউজের জব্দকৃত সোনার বার নিলামে দেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাৎ করেছেন।
তবে প্রাথমিকভাবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান শারমিন জাহান।