

ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে দেশটির নিরাপত্তার বাহিনীর ওপর হামলা চালিয়েছে স্বাধিনতাকামীরা। জানা যায়, শনিবার শ্রীনগরে সীমান্ত এলাকায় যানবাহনের নাকা চেকিংয়ের সময় নিরাপত্তারক্ষীদের ওপর গ্রেনেড ছোঁড়ে স্বাধিনতাকামীরা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছেন সিআরপিএফ-এর ৬ নিরাপত্তী রক্ষী।
হামলার কথা ছড়িয়ে পড়ামাত্র ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করছে, ‘এই নিয়ে জেহাদি সংগঠনগুলো ২০১৮ থেকে ২০১৯-এর মধ্যে ৩২৮ বার জম্মু ও কাশ্মীরে হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় আড়াই দশক ধরে পাক জেহাদিরা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে জম্মু ও কাশ্মীর সীমান্ত লাগোয়া অঞ্চলে।
সেনা-জেহাদি সংঘর্ষে ১৯৯০ সাল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে প্রাণ হারিয়েছেন মোট ১৪ হাজার ২৪ জন। শহিদ হয়েছেন ৫,২৭৩ জন ভারতীয় জওয়ান।
আই.এ/পাবলিক ভয়েস