

পাবলিক ভয়েস : মাগুরার মহম্মদপুর উপজেলায় মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার (০৯ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফুর রহমান এ জেল-জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলা সদরের জাহিদুল ইসলাম (৩৫), রাকিব উদ্দিন (১৯) ও সাকিব (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বুধবার মহম্মদপুর উপজেলা সদরের বাজারে মৃত গরুর মাংস বিক্রি হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাজারের একটি দোকান থেকে মৃত গরুর পাঁচ কেজি মাংস জব্দ করেন। এসময় ওই মাংস বিক্রেতা এবং তার দুই সহযোগীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে দণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন