হাজার রাউন্ড গুলিসহ আটক ২

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

পাবলিক ভয়েস : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে সাব-মেশিনগানের এক হাজার রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৯ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে সাজেক থেকে বাঘাইহাট যাওয়ার পথে তাদের আটক করা হয়।

আটকরা হলো, কর্নমোহন ত্রিপুরা (২৬) ও সাগর ত্রিপুরা (২৬)। সাজেক থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুপুরে সাজেক থেকে বাঘাইহাট যাওয়ার পথে এক হাজার রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অবৈধভাবে গোলাবারুদ রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন