পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়, এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯ টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), পটুয়াখালী এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুশলিশ সুপার মো. মাহফুজুর রহমান, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, অ্যাডভোকেট গোলাম সরোয়ার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সহকারী পরিচালক, শাহ মো. সামস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

র‌্যালিটি সার্কিট প্রাঙ্গণ হতে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় এর সামনে এসে শেষ হয়, এরপর জেলা প্রশাসক দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালিতে অংশগ্রহণ করে সড়ক ও জনপথ এর কর্মচারীসহ বাস ও ট্রাক মালিক সমিতির কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন