

ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি এবং সীমান্তে র্যাবের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামীকাল (১৪ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, ভারতের সাথে পূর্বের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান না করে ভারতের সাথে নতুন ৭টি চুক্তি করে বর্তমান সরকার জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছেন। অবিলম্বে এ সকল চুক্তি বাতিল করতে হবে।
তিনি সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, তিস্তা সমস্যার সমাধান করতে হবে। ফারাক্কা সমস্যার সমাধান না করে ফেনী নদীর পানি কোনক্রমেই ভারতকে দেয়া যাবে না।
সৈয়দ রেজাউল করীম বলেন, ভারত সীমান্তে আমাদের দেশের নাগরিকদের ধরে নিয়ে হত্যা করে তারকাটায় লাশ ঝুলিয়ে রাখে। র্যাবের ৩ জন সদস্যকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে বাংলাদেশকে ও দেশের পতাকাকে অবমাননা করেছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে এটা কোনভাবেই সহ্য করার মত নয়।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস