

ইমরান খানকে ক্ষমতা থেকে নামাতে দেশব্যাপী ‘আজাদি মার্চের’ ঘোষণা দিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়াত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। আগামি ২৭ অক্টোবর আজাদি মার্চের ডাক দিয়ে মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইমরান খানের সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী যুদ্ধ চালিয়ে যাবে তার দল।
শনিবার (৫ অক্টোবর) পেশোয়ারে এক সংবাদ সম্মেলন করেন তিনি। এতে আজাদি মার্চকে সরকারের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, সমস্ত পাকিস্তান আমাদের যুদ্ধক্ষেত্র। ইমরান খান যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন পর্যন্ত এ যুদ্ধ চলবে বলেও তিনি ঘোষণা দেন।
এর আগে তিনি প্রধানমন্ত্রী ইমরান খানকে অক্ষম রাষ্ট্রনেতা দাবি করে তাকে পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী করেন। দেশটির বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির নেতারা সিদ্ধান্ত নেন মাওলানা ফজলুর রহমানের সঙ্গে একত্রে ইমরান খানের বিরুদ্ধে আন্দোলন করবে তারা।
আই.এ/পাবলিক ভয়েস