
কাশ্মীরে গৃহবন্দী থাকা শীর্ষ রাজনৈতিক নেতারা পর্যায়ক্রমে ছাড়া পাবেন বলে জানিয়েছেন অধিকৃত রাজ্যটির গভর্নর সত্য পাল মালিক। বৃহস্পতিবার তিনি এমন তথ্য জানিয়েছেন।
জম্মুর নেতারা গতকাল মুক্তি পেয়েছেন জানিয়েছে সত্য পাল বলেন, কাশ্মীরের নেতারাও একে একে মুক্তি পাবেন। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
অধিকৃত কাশ্মীরের সাংবিধানিক বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর গত ৫০ দিন ধরে কাশ্মীরের রাজনৈতিক নেতারা গৃহবন্দী রয়েছেন।
কাশ্মীরি নেতারা বন্দীত্ব থেকে ছাড়া পাবেন কিনা জানতে চাইলে গভর্নরের উপদেষ্টা ফারুক খান জানিয়েছেন, হ্যাঁ, তাদের প্রত্যেককে বিশ্লেষণের একে একে তাদের ছেড়ে দেয়া হবে। কাজেই তাদের প্রত্যেককে ছেড়ে দেয়া হবে।
/এসএস

