সৌদি তেল স্থাপনায় হামলা; ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯
ফাইল ছবি

সৌদি আরবের দু’টি তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন হামলার জন্য পশ্চিমা দেশগুলো ইরানকে দায়ী করার যে চেষ্টা করছে তা সরাসরি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আমেরিকা ওই ঘটনায় ইরানের জড়িত থাকার পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি। বুধবার (২ আক্টোবর) রাজধানী মস্কোয় জ্বালানী বিষয়ক এক সম্মেলনে পুতিন একথা বলেন। ইরানি গণমাধ্যম পার্সটুডে বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এখবর দিয়েছে।

 রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সৌদি তেল শোধানাগারে হামলার নিন্দা জানাই। তবে একইসঙ্গে আমরা এর দায় ইরানের ওপর চাপানোর বিরোধিতা করি কারণ এর পক্ষে কোনো প্রমাণ নেই।’ পুতিন বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছেন যে, ওই হামলায় তেহরানের হাত ছিল না।

গত ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ঘোষণা করে, তারা ১০টি ড্রোন পাঠিয়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আবকাইক ও খুরাইস তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ওই হামলায় তেল শোধানাগার দু’টির মারাত্মক ক্ষতি হয় এবং সৌদি আরবের তেল রপ্তানি অর্ধেকে নেমে আসে।

গত প্রায় পাঁচ বছর ধরে সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা ওই হামলার দায়িত্ব স্বীকার করলেও ওয়াশিংটন ও রিয়াদ কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই এর জন্য ইরানকে দায়ী করে। পরবর্তীতে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনও ইরানকে দায়ী করা দেশগুলোর তালিকায় যোগ দেয়।

ইরান এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, সৌদি আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার ইয়েমেনিদের রয়েছে এবং তারাই এ হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট রুহানি গত শুক্রবার বলেছেন, যেসব ইউরোপীয় দেশ এখন তেহরানকে দায়ী করছে সেসব দেশের নেতারা সম্প্রতি নিউ ইয়র্কে তার সঙ্গে সাক্ষাতে বলেছেন, সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা তাদের জানা নেই।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন