

হায়রে শালার পেঁয়াজ
মারুফ বিল্লাহ
দাম কমে আর দাম বাড়ে তো
এটাই নিয়ম রেওয়াজ
তাই বলে আজ এত্ত দামী!!
হায়রে শালার পেঁয়াজ।
মাছ ছেড়ে আজ খাও মিঠা ভাত
গিন্নি বলে যে আজ!
হায়রে শালার পেঁয়াজ।
কার আগে কে কিনতে পারে
এই ক’টা পেয়াজ ছিনতে পারে
এসব নিয়েও কে’য়াজ
হায়রে শালার পেঁয়াজ।
দাদা বলে পেয়াজ পাবি না
ইলিশ দিয়ে পেঁয়াজ চাবি না
পানি দিলাম নে আজ
হায়রে শালার পেঁয়াজ।