প্রধানমন্ত্রীর ভারত সফরে ১২ চুক্তি; আলোচনার ইস্যু তিস্তা, সীমান্ত হত্যা, এনআরসি

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দেশটির সাথে তিস্তার অভিন্ন পানি বন্টনসহ অন্তত ১২টি চুক্তি সই হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়া আলোচনার প্রধান বিষয় থাকবে `সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন ইস্যু, আসামের নাগরিকত্ত নিয়ে সংকট এনআরসি’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, দুদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সহজিকরণ, তিস্তার পানিবন্টনে অভিন্ন নীতি, রোহিঙ্গা সংকট সমাধান, আসামের নাগরিকত্ত সংকট নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

তবে ভারতীয় বাহিনীর গুলিতে সীমান্তেন একের পর এক হত্যার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, গুলিতে হত্যা এখন বন্ধ হলেও পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে, সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশী নাগরিক ভরতের অভ্যন্তরে গিয়ে চুরি বা তাদের সম্পদ আহরণ করতে গেলে তখন হত্যার ঘটনা ঘটে। তবে সীমান্তে হত্যা শূণ্যের কোটায় আনতে চাই দুই দেশ। এবারের সফরে এসব বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সলকট নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর চার দিনের সফর শুরু হবে। সফর শেষে প্রধানমন্ত্রী রোববার বিকালে দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন।

/এসএস

মন্তব্য করুন