

সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার এক বছর পূর্তিতে বুধবার ( ২ অক্টোবর) আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোএর ন্যায়বিচার দাবি করেছে। তারা বলেছে, নৃশংস এ হত্যাকান্ডের এক বছর পরও সৌদি কর্তৃপক্ষ অর্থপূর্ণ কোন কৈফিয়ত জানাতে পারেনি।
একইসঙ্গে মানবাধিকার সংগঠনগুলো আটক সরকারের সমালোচনাকারীদের মুক্তি দেয়ারও দাবি জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগিকে গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। এ কাজে অংশ নেয় রিয়াদ থেকে আসা ১৫ জনের একটি দল। খাসোগির মৃতদেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে রিয়াদে খাসোগি হত্যায় জড়িত সন্দেহে ১১ জনের বিচার চলছে। এদের মধ্যে পাঁচজনকে মৃুত্যদন্ড দেয়া হয়েছে। কিন্তু আদালতে শুনানী রুদ্ধ দ্বার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সন্দেহভাজনদের নামও প্রকাশ করা হয়নি।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি দেয়া সৌদি’র যুবরাজ ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের বক্তব্যের সমালোচনা করেছে। সালমান বলেছেন, তিনি খাসোগি হত্যার সমন্বিত দায় গ্রহণ করছেন।কিন্তু তিনি ব্যক্তিগত দায় নিতে অস্বীকৃতি জানান।
এদিকে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি নেতা হিসেবে খাসোগি হত্যার পুরো দায়িত্ব যুবরাজ সালমানের নেয়ার ঘোষণা কেবল একটি কৌশল হিসেবেই থাকবে যদি না অবিলম্বে পদক্ষেপ নেয়া না হয়।
আই.এ/পাবলিক ভয়েস