

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC)-এ কর্মরত এক বিজ্ঞানীর রহস্যমৃত্যু হয়েছে। হায়দরাবাদের অ্যাপার্টমেন্ট থেকে গত মঙ্গলবার আমিরপেট নামের জায়গা থেকে একটি ফ্ল্যাটে এস সুরেশ (৫৬) নামের ওই বিজ্ঞানীর দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ন্যাশানাল রিমোট সেন্সিং ইউনিটে কাজ করতেন ওই বিজ্ঞানী। ভারতীয় গণমাধ্যম জি নিউজ অনলাইন বুধবার ( ২ অক্টোবর) এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
হায়দরাবাদে ২০ বছর ধরে থাকেন ইসরোর এই বিজ্ঞোনী। ভারতীয় পুলিশের দাবি, রহস্যজনক ভাবেই এই মৃত্যু হয়েছে। দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন রয়েছে সুরেশের মাথায়। পুলিশের ধারনা ভারী অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। আর এটা কেউ জোর করে তার ফ্ল্যাটে ঢুকেছিল, নাকি আততায়ী তার পূর্ব পরিচিত তা তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশ।
খবরে জানানো হয়েছে, ইসরোর এই বিজ্ঞানীর স্ত্রী ব্যাংকের কর্মকর্তা। মঙ্গলবার সকালে ফোনে সুরেশকে না পেয়ে তার এক সহকর্মীকে ফোন করেন তিনি। সহকর্মী জানান, তিনিও ফোনে সুরেশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরেই তিনি পুলিশকে জানান ঘটনাটি। ঘটনাস্থলে হাজির হয়ে হায়দরাবাদ পুলিশ সুরেশকে মৃত অবস্থায় উদ্ধার করে।
উল্লেখ্য, গত মাসের শুরুর দিকে চাঁদে চন্দ্রযান-২ পাঠানোর ব্যবস্থা করে ভারতীয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। একে বারে শেষ মুহূর্তে গিয়ে চাঁদে নামতে ব্যর্থ হয় সেটি।
আই.এ/এমএম/পাবলিক ভয়েস