
প্রতীকী ছবি

ইতালির ভেনিসে ইসলাম শিক্ষার সময় শিশুকে মারধরের অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃত ইমামের নাম জানা না গেলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনসা। সংবাদমাধ্যমটি জানায়, পাদুয়া বাংলাদেশ কালচারাল সেন্টারে ইসলাম বিষয়ে পড়াতেন ওই ইমাম।
এসেময় ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের প্রহার করেছেন তিনি। কাউকে কাউকে মাথায়ও আঘাত করেছেন এবং হুমকিও দিয়েছেন। এই ঘটনায় পাদুয়ার মেয়র সার্জিও গিওরদানি বলেন, আমি প্রসিকিউটর ও পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। তাদের তদন্তের ফলেই আজকের এই ঘটনা ঘটলো। তিনি বলেন, শিশুদের অবশ্যই মারধর করা উচিত নয়। আর প্রতিষ্ঠানটি এই কাজ তাই মেনে নেওয়া যায় না। এটা বন্ধ করে আমাদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
আই.এ/পাবলিক ভয়েস