সম্রাটকে গ্রেফতারের প্রশ্নে ওয়েট করুন বললেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

‘চলমান অভিযান আরও জোরদার হবে। সেটি প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। কাউকে ছাড় দেয়া হবে না। ব্যক্তি যেই হোক অভিযোগ পাওয়া গেলে ছাড় দেয়া হবে না। এটি শুধু রাজধানী কেন্দ্রিক নয়। সারাদেশেই অভিযান চলবে। যারা অপকর্মে জড়িত অনেকেই গোয়েন্দা নজরদারিতে আছে’।

ক্যাসিনো কাণ্ডে সচিবালয়ে সাংবাকিদকের বিভিন্ন প্রশ্রের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতারের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘ওয়েট করেন, এত তাড়াহুড়া করছেন কেন’।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চলমান অভিযান কোনো গোষ্ঠি বা ব্যক্তির বিরুদ্ধে নয়। এই অভিযান অপরাধীর বিরুদ্ধে। সরকার নিজের ঘর থেকে শুরু করেছে। কিন্তু অতীতে যারা বিভিন্ন অপরাধ করেছে তারাও ছাড় পাবে না। ব্যক্তি যেই হোক, অপকর্ম করলে সাম্প্রতিক অভিযানের টার্গেট হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সম্রাটকে কেন গ্রেফতার করা হচ্ছে না- এ বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেই বলেছেন- ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন এবং দেখুন কী হয়)। কাজেই ওয়েট করেন এত তাড়াহুড়া করছেন কেন?’।

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ভোরবেলা দেশে ফিরেছেন, কুশলবিনিময় ছাড়া কোনো কথাবার্তা হয়নি। এরপর পার্টির সঙ্গে ও মন্ত্রিপরিষদের সঙ্গে যখন আলাপ-আলোচনা হবে, তখন (অভিযানের) ফরম্যাট নিয়ে অ্যাকশন প্রোগ্রাম নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) যদি কিছু বলে থাকেন, তখন আপনারা জানবেন’।

/এসএস

মন্তব্য করুন