
পুজোয় শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া পদ্মার ইলিশ কলকাতায় পৌঁছেছে। মঙ্গলবার ভোরে পেট্রোপল সীমান্ত দিয়ে ৮টি গাড়িতে ৩০ টন ইলিশ পৌঁছেছে পাতিপুকুর ফিস মার্কেটে। পাতিপুকুর থেকে ওই ইলিশ ছড়িয়ে পড়ে হাওড়া, শিয়ালদহ ও বারাসতের বিভিন্ন বাজারে। পাতিপুকুর মার্কেটে গিয়েছে ৪ টন ইলিশ। এক প্রতিবেদনে কলকাতা নিউজ এ খবর দিয়েছে।
এক একটি মাছের ওজন ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম। তার থেকে বেশি ওজনের মাছও রয়েছে। জানা যাচ্ছে পাইকারি হিসেবে ১২০০-১৩০০ টাকা কেজি দরে বিক্রি হবে এই ইলিশ। খুচরো হিসেবে দাম পড়বে ১৭০০-১৮০০ টাকা।
শিয়ালদহের মাছ বাজারেও পৌঁছেছে বাংলাদেশের পদ্মার ইলিশ। তবে পাতিপুকুর ফিস মার্কেটের চেয়ে একটু বেশি দামেই এখানে পদ্মার ইলিশ বিকোচ্ছে মাছ ব্যবসায়ীদের বরাতে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যমটি।
আই.এ/পাকলিক ভয়েস

