

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সোমবার জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথমে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে এবং পরে ইতালির একটি সামরিক বহরে হামলা চালানো হয়। এরইমধ্যে দায় স্বীকার করেছে স্থানীয় জেহাদি সংগঠন আল শাবাব। এখন পর্যন্ত হামলার বিস্তারিত জানা যায়নি। খবর আল জাজিরার।
লোয়ার শ্যাবল অঞ্চলের বিমানবন্দর এলাকায় মার্কিন সেনাদের কমান্ডো প্রশিক্ষণকালে হামলা চালানো হয়। এ সময় ব্লেডোগল বিমানবন্দরে বিকট শব্দ ও গোলাগুলির আওয়াজ পান স্থানীয়রা। এর আগে শনিবার রাতে একই অঞ্চলে আল শাবাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সমর্থনপুষ্ট সোমালীয় সেনাবাহিনী।
এতে ২০ আল শাবাব সদস্য নিহত হয়। সোমবারের হামলাকে একটি সাহসী অভিযান হিসেবে আখ্যায়িত করে আল শাবাব দাবি করেছে, তাদের লড়াইয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সোমালিয়ায় তাদের সামরিক বহরে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।
আই.এ/পাবলিক ভয়েস